আপনার পছন্দ হতে পারে

আগামীতে শেহজাদও যাবে আব্রামকে সুন্দর মেমোরি দিয়েছি শাকিব খান

আব্রামকে সুন্দর মেমোরি দিয়েছি আগামীতে শেহজাদও যাবে শাকিব খান প্রিয়তমা সিনেমার শুটিং শেষ করার পর দুই মাসের মত বিরতিতে ছিলেন শাকিব খান এরই মাঝে বেশ কিছুদিনই কাটিয়েছেন আমেরিকায়   সেখানে ছিলেন অপু বিশ্বাস ও শাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয় অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে শাকিব খান ঘুরেছেন   আমেরিকার বিভিন্ন জায়গায় ও ঘুরেছেন বিভিন্ন পার্কে সেই ভিডিও ও ছবি বিভিন্ন সময় অনলাইনে দেখা গিয়েছে   সম্প্রতি আজ ১০/৮/২০২৩ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে আসেন সুপারস্টার শাকিব খান বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে শাকিব খান সাংবাদিকদের বলেন,   আব্রাম শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে আব্রামকে সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি   আগামীতে শেহজাদও যাবে তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে

দর্শক মহলে জনপ্রিয়তা বেড়েছে প্রহেলিকার

 দর্শক মহলে জনপ্রিয়তা বেড়েছে প্রহেলিকার

দর্শক মহলে জনপ্রিয়তা বেড়েছে প্রহেলিকার

ঈদে মুক্তি পাওয়া অধিকাংশ সিনেমা সফল হলো। প্রায় প্রতিটা সিনেমা একপ্রকার আলোড়ন তৈরি করে দর্শককে সিনেমা হলে টেনে নিয়ে গিয়েছে। ঈদের অধিকাংশ শো হাউজফুল যাওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে 'প্রিয়তমা' ও 'সুড়ঙ্গ' সিনেমার পাশাপাশি অল্প কিছু প্রেক্ষাগৃহ 'প্রহেলিকা' মুক্তি পেলেও সে সব সিনেমা হল রাজ করেছে 'প্রহেলিকা' সিনেমাটি। 
 
দর্শক মহলে জনপ্রিয়তা বেড়েছে প্রহেলিকার


গল্প নির্ভর এ সিনেমাটি দর্শক টেনেছে ব্যাপক ভাবে। ফ্যামিলি দর্শক ও সিনেপ্লেক্সের নিয়মিত দর্শকের প্রথম পছন্দ হয়ে উঠতে দেখা গেছে 'প্রহেলিকা'র। 'প্রহেলিকা'য় অবগাহন, দীর্ঘ সময় পরে অভিনয়ে ফেরা মাহফুজ আহমেদের মনা চরিত্রে অভিনয়, জামশেদের লিজেন্ডারি অভিনয়ের পাশাপাশি বদলে যাওয়া বুবলিকে দেখতে দর্শক ছুটেছে প্রেক্ষাগৃহে।
 
দর্শক মহলে জনপ্রিয়তা বেড়েছে প্রহেলিকার


ঈদে 'প্রহেলিকা'র ট্রেলার দর্শককে বেশি আকর্শন করেছিলো। খুব কাছাকাছি সময় এমন ট্রেলার দর্শক দেখেনি বললেই চলে। হলে গিয়ে প্রত্যাশার চেয়ে একটু বেশিই দর্শক পেয়েছে চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমায়। তাইতো নিয়মিত দর্শক বেড়ে চলেছে সিনেমাটির। 
দর্শক মহলে জনপ্রিয়তা বেড়েছে প্রহেলিকার


৮-৯ টি হলে মুক্তি পেলেও ধীরে ধীরে দর্শক চাহিদা মাথায় রেখে বেড়ানো হয়েছে হল সংখ্যা। খবর অনুযায়ী ঢাকার অধিকাংশ সিনেপ্লেক্স সহ দেশের ২০+ প্রেক্ষাগৃহে চলছে 'প্রহেলিকা'। এমন গল্প নির্ভর কন্টেন্ট দর্শক দেখতে চায়। নির্মাতারা এ বিষয়গুলো মাথায় রেখে সিনেমা বানালে দর্শক মুখ ফিরিয়ে নিবে না তার প্রমাণ 'প্রহেলিকা'।

মন্তব্যসমূহ