আপনার পছন্দ হতে পারে

কন্ঠ দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আগুন খান

কন্ঠ দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আগুন খান সম্প্রতি রিলিজ পেয়েছে আগুন খান ও আবু রাসেলের কন্ঠে গাওয়া নতুন একটি জাগরণী গজল, নতুন এই ইসলামী সংগীতটি নিয়ে আগুন খান অনলাইন নিউজ 24 কে বলেন, জাগো ভাই নওজোয়ান শিরোনামে আমার নতুন একটি ইসলামী সংগীত রিলিজ হয়েছে যেটি খুব খুব সুন্দর হয়েছে   আমি আশা করি আমাদের ভিউয়ার্স যারা আছেন সবার এই ইসলামী সংগীতটি খুব পছন্দ হবে ! আপনি তো মিউজিক ভিডিওতে মডেলিং শর্ট ফিল্ম ও নাটকে অভিনয় করেন তো হঠাৎ করে ইসলামিক কাজে কেন   এই প্রশ্নের জবাবে আগুন খান অনলাইন নিউজ 24 কে বলেন বর্তমানে ফিলিস্তিনিদের উপর যে নির্মম অন্যায় অত্যাচার চলছে সেটি দেখে আমার খুবই কষ্ট হয় যেহেতু আমি ওখানে গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারবো না আমার সে সামর্থ্যটুকু নেই তাই আমি আমার এই সামান্য কণ্ঠটুকু দিয়েই তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করলাম   তাছাড়া ইসলামিক কাজগুলো আমি আমার পক্ষ থেকে যতটুক সম্ভব ছাড় দিয়ে করে থাকি এর আগেও আমি ধান্দা শিরোনামের একটি গজলে মডেলিং করেছি শুধু মডেলিং নয় আমি সেটি পরিচালনা করেছি    ধান্দা শিরোনামের গজলটিও খুব প্রশংসা পেয়েছে আমি ও আবু...

করোনায় আক্রান্ত শাবনুর

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় নায়িকা শাবনূর |
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় নায়িকা শাবনূর |

ঢাকাই সিনেমার গর্বিত একটি অধ্যায়ের নাম শাবনূর |

চিত্রনায়িকা শাবনূর অভিনয়ে নেই অনেক দিন |

দর্শক এখনো তার সিনেমা মুক্তির অপেক্ষার প্রহর গোনেন |

দেশের দর্শকের কাছে এখনো জনপ্রিয় এ নায়িকা |

ডিসেম্বর মাস মানেই সকল শাবনূর ফ্যানদের আনন্দের মাস |

গতকাল ছিলো শাবনূরের ছেলে আইজানের জন্মদিন |

কিন্তু কে জানতো আনন্দের সময়টা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে |

গতকাল বিকেল ৪টার পর শাবনূরের ইউটিউব এ একটি ভিডিও বার্তার
 
মাধ্যমে শাবনূরের সন্তান জানাই যে, শাবনূর করোনা পজেটিভ |
 
করোনায় আক্রান্ত শাবনুর

এদিকে করোনায় আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনি হাসপাতালে ভর্তি হয়েছেন 

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শাবনূর | 

বুধবার (২৯ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর বোন ঝুমুর |

তিনি বলেন, গত সপ্তাহ থেকে জ্বর ছিল। এরপর তার করোনা টেস্ট করালে করোনা পজেটিভ আসে |

বাসায় আইসোলেটেড ছিল। কিন্তু হঠাৎ করেই আজ একটু সমস্যাবোধ করলে 

অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে ভর্তি হন শাবনূর |

মন্তব্যসমূহ