আপনার পছন্দ হতে পারে

কন্ঠ দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আগুন খান

কন্ঠ দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আগুন খান সম্প্রতি রিলিজ পেয়েছে আগুন খান ও আবু রাসেলের কন্ঠে গাওয়া নতুন একটি জাগরণী গজল, নতুন এই ইসলামী সংগীতটি নিয়ে আগুন খান অনলাইন নিউজ 24 কে বলেন, জাগো ভাই নওজোয়ান শিরোনামে আমার নতুন একটি ইসলামী সংগীত রিলিজ হয়েছে যেটি খুব খুব সুন্দর হয়েছে   আমি আশা করি আমাদের ভিউয়ার্স যারা আছেন সবার এই ইসলামী সংগীতটি খুব পছন্দ হবে ! আপনি তো মিউজিক ভিডিওতে মডেলিং শর্ট ফিল্ম ও নাটকে অভিনয় করেন তো হঠাৎ করে ইসলামিক কাজে কেন   এই প্রশ্নের জবাবে আগুন খান অনলাইন নিউজ 24 কে বলেন বর্তমানে ফিলিস্তিনিদের উপর যে নির্মম অন্যায় অত্যাচার চলছে সেটি দেখে আমার খুবই কষ্ট হয় যেহেতু আমি ওখানে গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারবো না আমার সে সামর্থ্যটুকু নেই তাই আমি আমার এই সামান্য কণ্ঠটুকু দিয়েই তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করলাম   তাছাড়া ইসলামিক কাজগুলো আমি আমার পক্ষ থেকে যতটুক সম্ভব ছাড় দিয়ে করে থাকি এর আগেও আমি ধান্দা শিরোনামের একটি গজলে মডেলিং করেছি শুধু মডেলিং নয় আমি সেটি পরিচালনা করেছি    ধান্দা শিরোনামের গজলটিও খুব প্রশংসা পেয়েছে আমি ও আবু...

কাজী শুভর বিরুদ্ধে নায়িকা সিমি’র মামলা | Simii Slam koli News | kazi Shuvo News | Online News 24

কাজী শুভর বিরুদ্ধে নায়িকা সিমি’র মামলা | Simii Slam koli News | kazi Shuvo News | Online News 24


 জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ’র বিরুদ্ধে মামলা করলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ও প্রযোজক সিমি ইসলাম কলি। একটি গানকে কেন্দ্র করে মামলাটি করা হয়। গত ঈদুল আযহায় প্রযোজক সিমি ইসলাম কলি তার প্রোডাকশন হাউজ এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলে কাজি শুভ’র গাওয়া ‘তোমারে বৌ বানাবো’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ করে। এতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও সিমি ইসলাম কলি নিজেই।

সিমি ইসলাম কলি’র দাবী কাজি শুভ’র কাছ থেকে অডিও কিনে মিউজিক ভিডিও নির্মাণ করেন সিমি, কথা ছিলো গানে ঠোঁট ও মেলাবেন কাজি শুভ। কিন্তু শাশুড়ির মিথ্যা মৃত্যুর খবর দিয়ে অংশগ্রহণ করেননি তিনি। মিউজিক ভিডিও যখন রিলিজ হয় তার পরপরই বিনা অনুমতিতে কপিরাইট আইন ভঙ্গ করে কাজী শুভ তার ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করেন। এতে সিমি ইসলাম কলি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি জানতে কাজি শুভ’র কাছে উকিল নোটিশ পাঠানো হয়, তা ফেরত চলে আসায় মামলা করতে বাধ্য হোন তিনি।


এ প্রসঙ্গে অনলাইন নিউজ ২৪ কে সিমি ইসলাম কলি বলেন, ‘কাজী শুভ’র কাছ থেকে ‘তোমারে বউ বানাবো’ গানের স্বত্ত্ব আমরা কিনে নিয়েছি। এই গান প্রকাশ করার কোনো অধিকার তার নেই। তাও আমার নির্মাণ করা মিউজিক ভিডিও কোনো প্রকার অনুমতি ছাড়াই তিনি প্রকাশ করেছেন৷ এটা জানতে চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছি, কোনো উত্তর পাইনি। উল্টো আমার প্রোডাকশনের লোকদের মারধর করেছে তাই বাধ্য হয়ে মামলা করেছি, আইনি বিষয় আইনের মাধ্যমেই সমাধান করতে চাই’।

মন্তব্যসমূহ