আপনার পছন্দ হতে পারে

কন্ঠ দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আগুন খান

কন্ঠ দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আগুন খান সম্প্রতি রিলিজ পেয়েছে আগুন খান ও আবু রাসেলের কন্ঠে গাওয়া নতুন একটি জাগরণী গজল, নতুন এই ইসলামী সংগীতটি নিয়ে আগুন খান অনলাইন নিউজ 24 কে বলেন, জাগো ভাই নওজোয়ান শিরোনামে আমার নতুন একটি ইসলামী সংগীত রিলিজ হয়েছে যেটি খুব খুব সুন্দর হয়েছে   আমি আশা করি আমাদের ভিউয়ার্স যারা আছেন সবার এই ইসলামী সংগীতটি খুব পছন্দ হবে ! আপনি তো মিউজিক ভিডিওতে মডেলিং শর্ট ফিল্ম ও নাটকে অভিনয় করেন তো হঠাৎ করে ইসলামিক কাজে কেন   এই প্রশ্নের জবাবে আগুন খান অনলাইন নিউজ 24 কে বলেন বর্তমানে ফিলিস্তিনিদের উপর যে নির্মম অন্যায় অত্যাচার চলছে সেটি দেখে আমার খুবই কষ্ট হয় যেহেতু আমি ওখানে গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারবো না আমার সে সামর্থ্যটুকু নেই তাই আমি আমার এই সামান্য কণ্ঠটুকু দিয়েই তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করলাম   তাছাড়া ইসলামিক কাজগুলো আমি আমার পক্ষ থেকে যতটুক সম্ভব ছাড় দিয়ে করে থাকি এর আগেও আমি ধান্দা শিরোনামের একটি গজলে মডেলিং করেছি শুধু মডেলিং নয় আমি সেটি পরিচালনা করেছি    ধান্দা শিরোনামের গজলটিও খুব প্রশংসা পেয়েছে আমি ও আবু রাসেল আমরা দুজনে মিলেই

প্রশাসনের সহায়তা চাইলেন নায়িকা রাবিনা বৃষ্টি |


প্রশাসনের সহায়তা চাইলেন নায়িকা রাবিনা বৃষ্টি


না জানিয়ে যাত্রার পোষ্টারে ছবি দেয়ায় প্রশাসনের সহায়তা চাইলেন চিত্রনায়িকা রাবিনা বৃষ্টি

এনিয়ে চিত্রনায়িকা রাবিনা বৃষ্টি তার ফেসবুকে লিখেন |

 পুলিশ প্রশাসনকে বলতে চাই। স্টেজ শো করার আগে কোন কোন শিল্পীরা থাকবে।

তার সত্যতা যাচাই করার পর। অনুমোদন দেয়া হোক। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি।

 

কিছু অসাধু ব্যবসায়ী। আমার নাম ও আমার ছবি ব্যবহার করে। সার্কাস শো বিজ্ঞাপন করছে।

আমি কিছুই জানিনা। সাংবাদিক ফোন করে আমাকে প্রশ্ন করছে। আপু আপনি কি সার্কাসে আসতেছেন।

 

আপনার নামে পোস্টার দেখে ফোন করলাম। অথচ আমি কিছুই জানিনা।


এভাবে আমার দর্শক আমার ভক্তদের ঠকানো হচ্ছে।
 

অসাধু ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। আর শিল্পীদের বদনাম হচ্ছে


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন