আপনার পছন্দ হতে পারে

কন্ঠ দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আগুন খান

কন্ঠ দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আগুন খান সম্প্রতি রিলিজ পেয়েছে আগুন খান ও আবু রাসেলের কন্ঠে গাওয়া নতুন একটি জাগরণী গজল, নতুন এই ইসলামী সংগীতটি নিয়ে আগুন খান অনলাইন নিউজ 24 কে বলেন, জাগো ভাই নওজোয়ান শিরোনামে আমার নতুন একটি ইসলামী সংগীত রিলিজ হয়েছে যেটি খুব খুব সুন্দর হয়েছে   আমি আশা করি আমাদের ভিউয়ার্স যারা আছেন সবার এই ইসলামী সংগীতটি খুব পছন্দ হবে ! আপনি তো মিউজিক ভিডিওতে মডেলিং শর্ট ফিল্ম ও নাটকে অভিনয় করেন তো হঠাৎ করে ইসলামিক কাজে কেন   এই প্রশ্নের জবাবে আগুন খান অনলাইন নিউজ 24 কে বলেন বর্তমানে ফিলিস্তিনিদের উপর যে নির্মম অন্যায় অত্যাচার চলছে সেটি দেখে আমার খুবই কষ্ট হয় যেহেতু আমি ওখানে গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারবো না আমার সে সামর্থ্যটুকু নেই তাই আমি আমার এই সামান্য কণ্ঠটুকু দিয়েই তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করলাম   তাছাড়া ইসলামিক কাজগুলো আমি আমার পক্ষ থেকে যতটুক সম্ভব ছাড় দিয়ে করে থাকি এর আগেও আমি ধান্দা শিরোনামের একটি গজলে মডেলিং করেছি শুধু মডেলিং নয় আমি সেটি পরিচালনা করেছি    ধান্দা শিরোনামের গজলটিও খুব প্রশংসা পেয়েছে আমি ও আবু রাসেল আমরা দুজনে মিলেই

মুক্তি পাইনি অনন্ত জলিলের দিন-The Day !

আবারো পিছিয়ে গেল দিন-The Day মুক্তির তারিখ  কেন মুক্তি পাইনি অনন্তর দিন দ্য ডে  Din The Day Movie
পিছিয়ে গেল দিন-The Day মুক্তির তারিখ | মুক্তি পাইনি অনন্তর দিন দ্য ডে |

এ নিয়ে অভিনেতা অনন্ত জলিল তার ফেসবুকে লিখেন |

আসসালামু আলাইকুম।
আমাদের সকলের কাঙ্ক্ষিত ফিল্ম “দিন- দ্যা ডে “এর শুভ মুক্তি ২৪ সে ডিসেম্বর ২০২১ এ হওয়ার কথা ছিল।
 
আপনারা সকলে অবগত আছেন যে, আফ্রিকা মহাদেশ সহ বিভিন্ন দেশে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ।
 
যার কারণে ইরানীয় প্রযোজক সহ “দিন- দ্যা ডে “ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলেই 
এই ব্যয় বহুল চলচ্চিত্রের শুভ মুক্তি নিয়ে চিন্তায় আছে ,
কারণ ইরানীয় চলচ্চিত্রের বিদেশী দর্শকের বেশীর ভাগ মানুষই রাশিয়া,আফ্রিকা ও মিডেল ইস্টের।
 
বাংলাদেশ এবং ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মূল প্রযোজক ইরানীয়,
যারা মূলত এই চলচ্চিত্র নির্মানে বেশীর ভাগ অর্থ ব্যয় করেছেন।
 
তাই করোনার প্রভাবে চলচ্চিত্রের আর্থিক ও অন্যান্য পারিপার্শ্বিক কথা বিবেচনা করে 
“দিন- দ্যা ডে “ চলচ্চিত্রের শুভ মুক্তির দিন ইরানীয় প্রযোজক কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন
 
যে কারণে আমাদের দেশে ''দিন দ্যা ডে'' চলচ্চিত্রটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি । 
 
তাই সকল দর্শক ও আমার প্রিয় ফ্যানদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি ।
 
বিজনেস মিটিং এ দেশের বাইরে থাকায় বিষয়টি জানাতে দেরি হলো
আপনাদের প্রিয় – অনন্ত জলিল।

 

 

মন্তব্যসমূহ